এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বাতিল করে পুনরায় ফল প্রকাশের দাবিতে শিক্ষার্থীদের সম্ভাব্য বিক্ষোভের কারণে আজ থেকে দেশের সব শিক্ষা বোর্ডে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করা হতে পারে। গতকাল ঢাকাসহ দেশের বিভিন্ন শিক্ষাবোর্ডে শিক্ষার্থীরা বিক্ষোভ করে, যেখানে সংঘর্ষের ঘটনাও ঘটে এবং এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন।
শিক্ষার্থীদের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর স্থগিত হওয়া এইচএসসির কয়েকটি বিষয়ের পরীক্ষা বাতিল করে এসএসসি বা সমমানের পরীক্ষার ভিত্তিতে ফলাফল প্রকাশ করা হয়। তবে শিক্ষার্থীরা এই ফলাফলকে বৈষম্যমূলক দাবি করে নতুন করে ফলাফল প্রকাশের দাবি জানাচ্ছেন। এই বিক্ষোভের ফলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয় থেকে বোর্ড চেয়ারম্যানকে পদত্যাগ না করার জন্য বলা হয়েছে, এবং সমস্যার সমাধানের জন্য চেষ্টা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তার কারণে সব বোর্ডে পুলিশি ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করার কথাও বলা হয়েছে।

