বেনাপোলে ৪ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

আরো পড়ুন

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ বেনাপোল বন্দরের বিপরীতে পেট্রাপোলে আধুনিক মানের প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করতে আসছেন। এ কারণে মঙ্গলবার (২২ অক্টোবর) থেকে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ভারতের পেট্রাপোল বন্দরের ম্যানেজার কমলেশ শাহনি এ বিষয়ে চিঠি দিয়ে জানিয়েছেন। বেনাপোল বন্দরের উপ-পরিচালক রাশেদুল সজিব নাজিরও বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য পেট্রাপোল সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভারতীয় নিরাপত্তা বাহিনী, বিএসএফ, পুলিশ, এবং ডগ স্কোয়াড বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। পরিচয়পত্র ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে ইমিগ্রেশন থেকে যাত্রী চলাচলের বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

আমদানি-রপ্তানি কার্যক্রম শুক্রবার সাপ্তাহিক ছুটির পর শনিবার (২৬ অক্টোবর) থেকে পুনরায় শুরু হবে।

আরো পড়ুন

সর্বশেষ