বোমা হামলার হুমকির পর বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লি

আরো পড়ুন

বোমা হামলার হুমকির পর দিল্লিতে একটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা স্থানীয় সময় রবিবার সকাল ৭টা ৪৭ মিনিটে রোহিণী এলাকায় সিআরপিএফ স্কুলের কাছে ঘটে। বিস্ফোরণে স্কুলের দেয়াল ক্ষতিগ্রস্ত হলেও, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে, এবং ফরেনসিক দল ও দিল্লি পুলিশের বিশেষ সেল তদন্তে নেমেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দ শোনার পর ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। বিস্ফোরণে পার্ক করা গাড়ি ও দোকানের জানালার কাঁচ ভেঙে গেছে। পুলিশ জানায়, বিস্ফোরণের সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, কোনো সিলিন্ডার বিস্ফোরণ কিংবা মাটির নিচে থাকা পাইপলাইনের কারণে এই বিস্ফোরণ হতে পারে। এছাড়া ঘটনাস্থলে সাদা গুঁড়ো জাতীয় একটি বস্তু পাওয়া গেছে, যা পরীক্ষা করা হচ্ছে।

এদিকে, গত এক সপ্তাহ ধরে ভারতের বিভিন্ন ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ