বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে ইলিশ শিকারের অভিযোগে ৩টি ফিশিং ট্রলারসহ ৪৮ জন ভারতীয় জেলেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সুন্দরবন উপকূলে মোংলা বন্দরের ফেয়ারওয়ে এলাকা থেকে কোস্টগার্ড ও নৌবাহিনী সদস্যরা অভিযান চালিয়ে এই জেলেদের আটক করে।
অভিযানে আটককৃত ট্রলারে ২,৭০০ কেজি ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়, যা ৩ লাখ ২৫ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়। শুক্রবার ভোরে আটক ৪৮ জন ভারতীয় জেলেকে মোংলা থানায় হস্তান্তর করা হয় এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, নৌবাহিনী ও কোস্টগার্ডের পক্ষ থেকে পৃথক মামলা করা হয়েছে এবং আটক জেলেদের বাগেরহাট আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

