সেন্টমার্টিনে রাতযাপন নিষিদ্ধ করার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

আরো পড়ুন

জাতীয় প্রেস ক্লাবের সামনে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের রাত্রিযাপন নিষিদ্ধ এবং ভ্রমণ সীমিতকরণ প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে পরিবেশ ও পর্যটন রক্ষা-উন্নয়ন জোটের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

এতে অংশগ্রহণকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বলেন, রাতযাপন নিষিদ্ধ হলে তিন লাখেরও বেশি মানুষের জীবিকা হুমকিতে পড়বে। ব্যবসায়ীরা জানিয়েছেন, এতে তাদের শত কোটি টাকার বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে। বক্তারা বর্তমান সরকারকে বিগত আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।

মানববন্ধনে ১৮ দফা দাবি তুলে ধরা হয়, যার মধ্যে রয়েছে:

  1. দ্বীপটিকে প্লাস্টিক মুক্ত ঘোষণা।
  2. বোতলজাত পানি ও কোমল পানীয় নিষিদ্ধ করা।
  3. পর্যটন সংশ্লিষ্টদের প্রশিক্ষণের ব্যবস্থা।
  4. ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত জাহাজ চলাচলের অনুমতি দেওয়া।
  5. সেন্টমার্টিন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে স্থানীয়দের মতামত গ্রহণ।

মানববন্ধনের শেষে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেয়।

আরো পড়ুন

সর্বশেষ