বিপুল পরিমাণ আমদানির পরও কমছে না কাঁচা মরিচের দাম

আরো পড়ুন

বিপুল পরিমাণ আমদানির পরও কাঁচা মরিচের দাম কমছে না। গত দুই দিনে বেনাপোল বন্দরে মরিচের আমদানি কয়েকগুণ বৃদ্ধি পেলেও যশোরের বেনাপোল স্থলবন্দর ও আশপাশের বাজারগুলোতে কাঁচা মরিচের দাম কেজিতে ১৫০-২০০ টাকা বেড়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, দুর্গাপূজার জন্য টানা পাঁচ দিন আমদানি বন্ধ থাকায় এই মূল্যবৃদ্ধি হয়েছে। তবে ক্রেতারা বলছেন, এমন অস্বাভাবিক দাম বৃদ্ধি তাদের জন্য অপ্রত্যাশিত।

খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, আমদানি বাড়লেও আড়তে মরিচের দাম তেমন কমেনি। বড় ব্যবসায়ীরা বন্দরের বন্ধ থাকার সুযোগে কাঁচামাল মজুত করে রেখেছেন, যা দাম বাড়ার অন্যতম কারণ। এক সপ্তাহ আগেও ভারত থেকে আমদানিকৃত মরিচ ৮০-১০০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা ৩৫০-৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বেনাপোল বাজারে মরিচ কিনতে আসা স্থানীয়রা বলছেন, প্রচুর পরিমাণে আমদানি হলেও দাম কমার কোনো লক্ষণ নেই। তবে ব্যবসায়ীরা বলছেন, পূজার কারণে বাজারে সরবরাহ কম থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমদানি স্বাভাবিক হলে দাম কমার সম্ভাবনা রয়েছে। meanwhile, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করছে, এবং মরিচের বাজারে কারসাজি হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ