গত ১৬ বছরে দেশে যে ক্ষতি হয়েছে, তা পুণরুদ্ধারে অন্তত ১০ বছর লাগবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার (১৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, অন্তর্বর্তী সরকার দেশ পুনর্গঠনের কাজ শুরু করেছে এবং আগামী নির্বাচিত সরকারের এই সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিতে হবে।
আসিফ বলেন, সরকার খুব শিগগিরই চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিতে হবে, অন্যথায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। বাজারে কারসাজি করা ব্যক্তিদের বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হবে।
তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পর থেকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। দেশের বিভিন্ন স্থানে বন্যার কারণে যোগান ও চাহিদার মধ্যে ভারসাম্যহীনতা তৈরি হয়েছে, যা দাম বৃদ্ধির একটি প্রধান কারণ।
সাকিব আল হাসান সম্পর্কে তিনি জানান, খেলোয়াড় হিসেবে সাকিব সব ধরনের নিরাপত্তা পাবেন এবং দেশে আসার ক্ষেত্রে তার জন্য কোনও আইনি বাধা নেই।