ভারতের বিশ্ববিখ্যাত শিল্পপতি রতন টাটা মারা গেছে

আরো পড়ুন

রতন টাটার ছবিতে সাধারণ মানুষের ফুলেল শ্রদ্ধা। ১০ অক্টোবর, ভারতের মুম্বাইয়ে
রতন টাটার ছবিতে সাধারণ মানুষের ফুলেল শ্রদ্ধা। ১০ অক্টোবর, ভারতের মুম্বাইয়েছবি: এএফপি
ভারতে ১৪০ কোটির বেশি মানুষের বসবাস। জনবহুল দেশটিতে রতন টাটার চেয়ে বেশি সম্মান ও ভালোবাসা খুব কম শিল্পপতির কপালেই জুটেছে।

রতন টাটা—ভারতের বিশ্ববিখ্যাত শিল্পপতিদের একজন। দেশটির অন্যতম বৃহত্তম শিল্পপ্রতিষ্ঠান টাটা সন্সের ইমেরিটাস চেয়ারম্যান। ভারতের মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার তিনি মারা যান। বয়স হয়েছিল ৮৬ বছর।

ধনকুবের হলেও জনহিতৈষী ব্যক্তি হিসেবে রতন টাটার খ্যাতি ও সম্মান ভারতজোড়া। ভারতের অর্থনীতির অগ্রযাত্রায় তাঁর যথেষ্ট প্রভাব রয়েছে।

জাগো/মেহেদী

 

আরো পড়ুন

সর্বশেষ