ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিকের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি বৈঠক করেছে। মঙ্গলবার (৮ অক্টোবর) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক প্রায় এক ঘণ্টা ধরে চলে। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান জানান, বৈঠকটি ফলপ্রসূ হয়েছে। তারা দুই দেশের সম্পর্ক উন্নয়ন এবং বাংলাদেশের জনগণের উন্নয়নে দক্ষিণ কোরিয়ার সঙ্গে কীভাবে কাজ করা যায় তা নিয়ে আলোচনা করেছেন। বিশেষ করে ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসায় কোরিয়ার ভূমিকা এবং বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক পাঠানোর বিষয় নিয়ে কথা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিকও বৈঠক শেষে জানান, বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে কোরিয়া একসঙ্গে কাজ করবে। তারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং বিনিয়োগে অব্যাহত সমর্থন প্রদান করবে। দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি শ্রমিকদের অবদানও তিনি প্রশংসা করেন এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে কোরিয়ার ঘনিষ্ঠভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
জাগো/মেহেদী

