চৌগাছায় চাঁদাবাজি মামলায় আওয়ামী লীগের ৫ নেতা আটক

আরো পড়ুন

যশোরের চৌগাছায় আওয়ামী লীগের পাঁচ নেতা চাঁদাবাজি মামলায় আটক হয়েছেন। মঙ্গলবার রাতের অভিযানে থানা পুলিশ তাদের পৌর শহর ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে। বুধবার (২ অক্টোবর) বিকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে চৌগাছা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আব্দুল মুজিদ, ধুলিয়ানী ইউনিয়নের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, পাশাপোল ইউনিয়নের ২নং ওয়ার্ড সভাপতি শহিদুল ইসলাম, ফুলসারা ইউনিয়নের সভাপতি মফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক তোতা মিয়া অন্তর্ভুক্ত রয়েছেন।

চৌগাছা থানার ওসি তদন্ত জেল্লাল হোসেন আটক ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

#জাগো/আর‌এইচ‌এম

আরো পড়ুন

সর্বশেষ