কাল থেকে শপিং মলে ও নভেম্বরে কাঁচাবাজারে বন্ধ হচ্ছে পলিথিন

আরো পড়ুন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, আগামী প্রজন্মের সুরক্ষার জন্য পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধ করা জরুরি। গতকাল পরিবেশ অধিদপ্তরের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ১ অক্টোবর থেকে শপিং মলে এবং ১ নভেম্বর থেকে কাঁচাবাজারে পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে, ১ নভেম্বর থেকে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হবে।

তিনি সবাইকে নিজ দায়িত্বে পলিথিন পরিহার করার আহ্বান জানান। অনুষ্ঠানে পরিবেশসচিব ড. ফারহিনা আহমেদ এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদও বক্তব্য রাখেন। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পলিথিনের বিকল্প পণ্যসামগ্রী নিয়ে এই মেলা আয়োজন করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ