যশোরে র্যাব-৬ একটি প্রাইভেটকার থেকে প্রায় ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। শুক্রবার রাতে যশোরের নীলগঞ্জ ব্রিজের পূর্ব পাশে, নড়াইল থেকে আসা একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় প্রাইভেটকারের চালক সুজন মোল্লা (৪০) এবং তার সঙ্গী সুজন ইসলাম ভূঁইয়া (২৭) আটক হন।
র্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মো. হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। প্রাইভেটকারের সামনের ড্যাশবোর্ডে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ২৩ লাখ ৪০ হাজার টাকা। আটক সুজন ইসলাম ভূঁইয়া জানান, ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের শিশির নামে এক ব্যক্তির নির্দেশে তারা ২০ হাজার টাকার বিনিময়ে সিলেট থেকে ইয়াবা নিয়ে আসছিলেন।
র্যাবের ডিএডি আবু তাহের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।

