দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ছাড় নয়,

আরো পড়ুন

দুর্গাপূজায়  জঙ্গি হামলার কোনো হুমকি নেই, তারপরও পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। তিনি বলেন, দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তোপখানা রোডে ফারইস্ট টাওয়ারের ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে আয়জিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এসময় আইজিপি বলেন, দুর্গাপূজায় জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই। নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। তারপরও পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে। নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ দেশের মানুষ পূজা উদযাপিত করে আসছে। তারা নিশ্চিন্তে পূজা পালন করতে পারবে।

আইজিপি বলেন, দেশের প্রায় ৫০০ থানার গাড়ি পোড়ানো হয়েছে। সেখানে গাড়ি রিপ্লেস করা হয়েছে। শুরুতে কিছুটা সমস্যা হলেও এখন সব থানার কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। সকল স্টেকহোল্ডারদের নিয়ে পুলিশ কাজ করছে।

আরো পড়ুন

সর্বশেষ