মানিকগঞ্জের শিবালয়ে বাস ও ট্রাক মুখোমুখি সংর্ঘষে তিন নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ২৫ জন গুরুতর আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়ে।
নিহতরা হলেন, শিবালয়ের সমেজ ঘর এলাকার সাব্বির হোসেনের স্ত্রী সাবিনা আক্তার(২৫), ইকবাল হোসের স্ত্রী বৃথী আক্তার (২৮), বাতেন শেখের স্ত্রী ফুলি বেগম (৩০)।
তিনি আরো জানান, এ ঘটনায় নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আর আহতদের মানিকগঞ্জ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

