ঝিনাইদহে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই কলা ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন একজন।
নিহতরা হলেন-ফরিদপুর জেলার সালতা থানার বড় কাউনিয়া গ্রামের বাসিন্দা আনিছুর রহমান (৬০) ও একই উপজেলার ভাওয়াল গ্রামের ফারুক মাতুব্বর (৪২)। আহত অপরজন একই উপজেলার ভাওয়াল গ্রামের মতিয়ার রহমান। বর্তমানে তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফরিদপুর থেকে চালকসহ চারজন কলা ব্যবসায়ী একটি পিকআপ ভ্যানযোগে মেহেরপুর জেলায় কলা ক্রয় করতে যাচ্ছিল। পথিমধ্যে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটি নামক স্থানে পৌঁছালে দ্রুতগামী পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও একজন আহত হয়।
এ তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান জানান, দুইজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটি ঘটনার পর পালিয়ে গেছে এবং ঘটনাস্থলে দুর্ঘটনাকবলিত ট্রাকের চালককে পাওয়া যায়নি। নিহত ও আহত ব্যক্তিরা ফরিদপুর জেলার শাওতাল এলাকা থেকে কলা কিনতে মেহেরপুর যাচ্ছিল।

