ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কিছু নেতাকর্মী বিভিন্ন হল, ক্যাফেটেরিয়া এবং ক্যাম্পাসের দোকানে প্রায় ৮ লাখ টাকা বাকি রেখে হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছেন। এই ঘটনাটি ক্যাম্পাসে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সূত্রে জানা যায়, ছাত্রলীগের এই নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন দোকানে খাবার, চা-সিগারেটসহ অন্যান্য জিনিসপত্র কিনে বাকি রেখে আসছিলেন। তাদের ক্ষমতার অবলম্বনে তারা দোকানদারদের উপর চাপ সৃষ্টি করে টাকা পরিশোধ না করেই চলে যেতেন।
প্রাথমিক হিসাব অনুযায়ী, ছাত্রলীগ নেতাকর্মীদের মোট বাকির পরিমাণ প্রায় ৭ লাখ ৯৫ হাজার টাকা। এর মধ্যে চা-সিগারেটের দোকানে বাকি ৩ লাখ ৫৫ হাজার টাকা এবং ডাইনিং ও খাবার হোটেলে বাকি ৪ লাখ ৩৯ হাজার টাকা। বিভিন্ন হলে এবং ক্যাম্পাসের অন্তত ৩০টি দোকানে এই বাকির হিসাব পাওয়া গেছে।
দোকানিরা জানান, ক্ষমতার অবলম্বনে ছাত্রলীগের এই নেতাকর্মীরা ইচ্ছেমতো বাকি খেতেন। টাকা চাইলে তারা শুধু নতুন তারিখ দিতেন। অনেক সময় দোকান বন্ধ করে দেওয়ার হুমকিও দিতেন। ভয়ে দোকানিরা মুখ খুলতে পারতেন না।
এই ঘটনায় ক্ষুদ্র ব্যবসায়ীরা হতাশাগ্রস্ত। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ন্যায় বিচার চাইছেন। ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় এই ঘটনাকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন এবং ছাত্রলীগের কর্মীদের বাকি পরিশোধ করার আহ্বান জানিয়েছেন।

