যশোরে চাঁদাবাজি ও মারপিট: হাজী সুমনসহ দুজনের নামে মামল

আরো পড়ুন

যশোর শহরের এক ব্যবসায়ীকে পৌনে দুই কোটি টাকা চাঁদা দিতে বাধ্য করা এবং মারপিটের ঘটনায় আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।

গতকাল শহরের চারখাম্বার মোড় এলাকার বাসিন্দা এবি সিদ্দিকী রাজন যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী আলমগীর সুমন এবং সদর উপজেলার সুলতানপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে জাকির হোসেনের বিরুদ্ধে এই মামলাটি করেছেন।

মামলায় উল্লেখ করা হয়, রাজন ১৯৯২ সাল থেকে স্যাটেলাইট কেবল ব্যবসা করে আসছিলেন। ২০১৫ সালে হাজী সুমনসহ কয়েকজন লোক অস্ত্রের জোরে তার ব্যবসায় হস্তক্ষেপ করে চুক্তিপত্রে স্বাক্ষর করিয়ে নেয়। এরপর থেকে রাজনকে প্রতি মাসে ১০ হাজার টাকা এবং পরবর্তীতে ২৫ থেকে ৪০ হাজার টাকা দিতে বাধ্য করা হয়। ২০১৭ সালে আবারও তার দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় এবং ১৬ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া আসামিরা রাজনের ৮শ’ থেকে ৯শ’ গ্রাহকের কাছ থেকে এক কোটি সত্তর লাখ টাকা আদায় করে নিয়েছে।

রাজন জানান, আসামিরা প্রভাবশালী হওয়ায় আগে তিনি আইনী ব্যবস্থা নিতে পারেননি। তবে এবার পরিস্থিতি অনুকূলে থাকায় তিনি মামলা করেছেন।

বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া মামলাটি তদন্তের জন্য জেলা গোয়েন্দা পুলিশকে নির্দেশ দিয়েছেন।

এই ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং চাঁদাবাজির বিরুদ্ধে জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে।

আরো পড়ুন

সর্বশেষ