বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণপিটুনির শিকার হওয়া ছাত্রলীগ নেতার মৃত্যু

আরো পড়ুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গণপিটুনির শিকার হওয়া সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে কিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার রাত পৌনে ১২ টার দিকে তার মৃত্যু হয়।

নিহত আব্দুল আল মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টারে স্টোর অফিসার পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়। মাসুদের বাবার নাম রফিকুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, আব্দুল্লাহ আল মাসুদকে বিনোদপুরে মারধর করা হয়েছিল। এরপর একদল শিক্ষার্থী তাকে প্রথমে মতিহার, পরে বোয়ালিয়া থানায় নিয়ে যান। গুরুতর আহত দেখে তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়।

ওসি বলেন, নিহতের লাশ রামেক হাসপাতালে মর্গে আছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরো পড়ুন

সর্বশেষ