ঢাকা: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী এক সপ্তাহ ধরে দেশের সব বিভাগেই ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণ হতে পারে।
আজকের আবহাওয়া: শুক্রবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রা: শুক্রবার দেশের সর্বত্র তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। রাত থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও, পরের ২৪ ঘণ্টায় ফের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়ার কারণ: পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপ এবং মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশের বিস্তার এই বৃষ্টির পেছনে প্রধান কারণ।
আবহাওয়া অধিদপ্তর সকলকে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দিয়েছে।

