বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও রদবদল অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর, ঝিনাইদহ, মাগুরাসহ দেশের ২৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়।
যশোরে নতুন পুলিশ সুপার আসছেন ডিএসপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জিয়াউদ্দীন আহমেদ।
মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপ-সচিব মাহাবুর রহমান শেখ।

