ভারতের বিহার ও ঝাড়খণ্ডে ভয়াবহ বন্যার কারণে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট সোমবার খুলে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশে প্রচুর পরিমাণে পানি প্রবেশের আশঙ্কা সৃষ্টি হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, একদিনে বাংলাদেশে প্রায় ১১ লাখ কিউসেক পানি প্রবেশ করতে পারে।
ফারাক্কা ব্যারেজ এলাকায় পানি বিপৎসীমার অনেক ওপরে উঠে যাওয়ায় এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর দেশ পাণ্ডে জানিয়েছেন, যদি না খোলা হতো, তাহলে ব্যারেজের ওপর প্রচণ্ড চাপ পড়ত এবং বড় ধরনের ক্ষতি হতে পারত।
বাংলাদেশের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদসহ বিভিন্ন এলাকায় বন্যার আশঙ্কা বেড়েছে। ভারতীয় কর্তৃপক্ষ দাবি করেছে যে, তারা বাংলাদেশকে এই পরিস্থিতি সম্পর্কে আগেই সতর্ক করে দিয়েছে। তবে, নেপাল থেকে পাহাড়ি ঢল নামার কোনো খবর এখনও পাওয়া যায়নি।