অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন নাজমুল হাসান পাপন। এদিকে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ।
বুধবার ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জরুরি বোর্ড সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে পদত্যাগের ঘোষণা দেন পাপন। একইদিনে ফারুক আহমেদকে সভাপতি ঘোষণা করা হয়।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান পাপন। তার কয়েকদিন পর এক বোর্ড পরিচালকের মাধ্যমে পদত্যাগের নীতিগত সিদ্ধান্তের কথা জানান তিনি। অবশেষে আজ আনুষ্ঠানিকভাবেই পদত্যাগের ঘোষণা দিলেন পাপন।

