জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা ,দোয়া মাহফিল ও এতিমখানা মাদ্রাসা ছাত্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার বেলা ১২ টায় শহরের বেজপাড়া আঞ্চলিক স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সম্পাদক প্রণব কুমার কুন্ডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক শেখ ইমামুল কবির ,ইমাম হাসান সাগর,শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাহমুদুল হাসান সুমন, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম সোহাগ ,শাহজাদা নেওয়াজ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান ডাবলু,সহ সভাপতি আসাদুজ্জামান সুমন,প্রচার সম্পাদক এম এইচ সোহাগ ,মুক্ত খান ,সেলিম রেজা বাবলু,এস এম রয়েল প্রমুখ।
আলোচনা সভা শেষে মাওলানা সাহদত হুসাইন মিলাদ দোয়া মাহফিল পরিচালনা করেন। দুপুরে যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব আসাদুজামান মিঠুর সার্বিক তত্বাবধানে এতিমখানায় ছাত্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
জাগো/আরএইচএম

