খুলনায় বিএনপির চার নেতাকে বহিষ্কার

আরো পড়ুন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খুলনা মহানগর বিএনপি চার নেতাকে সাময়িক বহিষ্কার করেছে। বুধবার (১৪ আগস্ট) রাতে মহানগর বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

বহিষ্কৃতরা হলেন, সোনাডাঙ্গা থানা বিএনপির সদস্য মঈদুল হক টুকু, খায়রুল ইসলাম হিরু, নুর আলম নুরু এবং মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মাহমুদ হাসান বিপ্লব। মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লেখিত ব্যক্তিরা দলীয় নির্দেশনা অমান্য করে দলবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ