শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের অস্থির পরিস্থিতির মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টার পর থেকে বিমানবন্দর দিয়ে কোনো ফ্লাইট ওঠানামা করা যাচ্ছে না।
বিমানবন্দর সূত্র নিশ্চিত করেছে যে, সেনাবাহিনী দেশের ক্ষমতা গ্রহণের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমানবন্দর পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানিয়েছেন, ফ্লাইট চালুর বিষয়ে এখনও কোনো নির্দেশনা পাওয়া যায়নি।
এর আগে সোমবার দুপুরে শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়ে যাওয়ার পর দায়িত্ব গ্রহণ করে সেনাবাহিনী। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে। তিনি জনগণকে আশ্বাস দিয়ে বলেছেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং চলমান আন্দোলনের সমস্ত হতাহতের বিচার হবে।

