আগামী ১ আগস্ট থেকে স্বল্প দূরত্বের ট্রেন চলাচল শুরু হবে। এই সিদ্ধান্তটি আজ মঙ্গলবার একটি জরুরি বৈঠকে নেওয়া হয়েছে। আপাতত কেবল কমিউটার ও লোকাল ট্রেন চলাচল করবে। আন্তঃনগর ট্রেন চালুর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
রেলপথমন্ত্রী জিল্লুর হাকিম জানান,ট্রেনগুলো কারফিউ শিথিল থাকাকালীন সময়ে চলাচল করবে। গত ১৬ জুলাই থেকে কোটা সংস্কার আন্দোলনের জেরে বিভিন্ন স্থানে রেলপথ অবরোধ করা হয়েছিল। পরিস্থিতি আরও খারাপ হওয়ায় ১৮ জুলাই থেকে প্রায় সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

