আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন যে, সরকার জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার জন্য নির্বাহী আদেশ জারি করবে। সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের নামে যে সহিংসতা হয়েছে, তার পেছনে জামায়াত-শিবিরের হাত রয়েছে বলে সরকারের ধারণা।
মঙ্গলবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি আরো জানান, নিষিদ্ধ করার জন্য আইনি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানানো হবে। এছাড়াও যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের প্রক্রিয়া চলছে।
১৪ দলের বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি-জামায়াত নৈরাজ্যের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্রে লিপ্ত। জাতীয় স্বার্থে দেশবিরোধী অপশক্তি নির্মূল করার জন্য ১৪ দলের বৈঠকে সর্বসম্মতভাবে জামায়াত-শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে।

