নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরমাণুবিজ্ঞানী প্রয়াত এম এ ওয়াজেদ মিয়ার ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন এবং স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে যশোর শহর ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ শনিবার বিকেলে আলোচনা সভা, র্যালি, বঙ্গবন্ধুর মুর্যালে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন ও দোয়া মাহফিলের আয়োজন করে।

যশোর জেলা পরিষদ মিলনায়তনের সামনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজামান মিঠু। সভাপতিত্ব করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান ডাবলু।

শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাহমুদুল হাসান সুমনের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমামুল কবির, সাহিত্য বিষয়ক সম্পাদক ইমাম সাগর, সদস্য রিমন খান, শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সোহাগ, শেখ মো. ইব্রাহিম, শাহাজাদা নেওয়াজ, সদর উপজেলার সহ-সভাপতি আসাদুজ্জামান সুমন, সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, কচুয়া ইউনিয়নের সভাপতি মুক্ত খান, আরবপুর ইউনিয়নের আহ্বায়ক ইসরাফিল সরদার, দেয়াড়া ইউনিয়নের আহ্বায়ক সেলিম রেজা, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী, শহরের ৫নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন, ৮নং ওয়ার্ডের আহ্বায়ক আজমাইনুল হক, যুগ্ম আহ্বায়ক শুকুর আলি, নওয়াপাড়া ইউনিয়নের আহ্বায়ক মামুনুর রশিদ মামুন, রামনগর ইউনিয়নের আহ্বায়ক এমএইচ সোহাগ, সেলিম রেজা বাবলু, চাঁচড়া ইউনিয়নের আহ্বায়ক শফিয়ার রহমান, শহরের নেতা ফারুক হোসেন, ইমন তরফদার, শহরের ৩নং ওয়ার্ডের আহ্বায়ক মামুন, ৭নং আহ্বায়ক শরিফুল ইসলাম, ৯নং ওয়ার্ডের আহ্বায়ক নুরু মিয়া, যুগ্ম আহ্বায়ক টুটুল ইসলাম, ইছালি ইউনিয়নের আহ্বায়ক গিয়াস উদ্দিন, যুগ্ম জিল্লুর রহমান, মিতুল হোসেন প্রমুখ।


