প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । আজ শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ শেষে, ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হয়।
১৩ পদের বিপরীতে মোট ২২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ছিল ৮৬ জন।
সভাপতি পদে ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাহিদ হাসান টুকুন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ফারাজি আহমেদ সাঈদ পেয়েছেন ২২ ভোট।
সহ সভাপতি পদে ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ওহাবুজ্জামান ঝন্টু।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত এস এম তৌহিদুর রহমান পেয়েছেন ৪৮ ভোট।
এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হন এস এইচ এম জাহিদুল কবীর মিল্টন ও কাজী আশরাফুল আজাদ।
কোষাধ্যক্ষ পদে ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাহিদ আহমেদ লিটন, দপ্তর সম্পাদক পদে নির্বাচিত আব্দুল কাদের পেয়েছেন ৪৫ ভোট, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দেওয়ান মোর্শেদ আলম,
এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন শহিদ জয়, হাবিবুর রহমান মিলন, সফিক সায়ীদ, সাইফুর রহমান সাইফ, শিকদার খালিদ ও আব্দুল ওয়াহাব মুকুল।

