কোটা সংস্কার আন্দোলনকারীদের আহ্বানে আজ মঙ্গলবার (১৬ জুলাই) দেশের সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদুল ইসলাম এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি সোমবারের ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা ও জড়িতদের বিচারের দাবি জানান।
অন্যদিকে, ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আজ দুপুর দেড়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। একই সাথে, দেশের সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একযোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠানেরও ঘোষণা দিয়েছে সংগঠনটি।
উল্লেখ্য, সোমবার (১৫ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলা চালিয়েছিল বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অনেক শিক্ষার্থী আহত হয়েছেন।
বর্তমানে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন।
জাগো/আরএইচএম

