জেবি ইন্টারনেট টাওয়ার নির্মাণের নামে প্রতারণা করে ২৪ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত দুই দিন ধরে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ৮,৮০,০০০ টাকাও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, রেজাউল করিম (৫৫), সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার লোহাকুড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং
রফিকুল ইসলাম (৫৮), নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার মিজমিজি পূর্বপাড়ার হাজী বাচ্চু মিয়ার ছেলে।
যশোরের অভয়নগর উপজেলার গোয়াখোলা এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে দেশের বিভিন্ন জায়গায় প্রতারণা করে আসছিলেন রেজাউল ও রফিকুল। মনিরামপুর উপজেলার ছিলিমপুর বাজারে কীটনাশক ব্যবসায়ী মোমিনুর রহমানের সাথে পরিচয় করে তারা জেবি ইন্টারনেট নেটওয়ার্ক টাওয়ার স্থাপনের নামে প্রতারণা করে ২৪ লাখ টাকা হাতিয়ে নেয়। দেশের বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে মোট ৬টি প্রতারণার মামলা রয়েছে। তারা বিভিন্ন এলাকায় স্কুল-কলেজ, হাসপাতাল নির্মাণের জন্য জায়গা ক্রয়, বিল্ডিংয়ের ওপর ইন্টারনেট টাওয়ার নির্মাণ ইত্যাদির প্রলোভন দেখিয়ে মানুষকে জালে ফেলে টাকা আত্মসাৎ করে আসছিল।
গ্রেফতারকৃত দুই প্রতারককে আইনের হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলাটি তদন্ত করছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ।
জাগো/আরএইচএম

