সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার (১১ জুলাই) ভোরে অভিযান চালিয়ে এক কোটি ২০ লাখ টাকা মূল্যের ১ লাখ কেজি চোরাই চিনি জব্দ করেছে। এ সময় ৫ জনকে আটক করা হয়।
জব্দকৃত চিনি ভারত থেকে অবৈধভাবে আমদানি করা হয়েছিল বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
আটককৃতদের বিরুদ্ধে চোরাচালান মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
এই ঘটনা সিলেটে চোরাচালানের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অব্যাহত অভিযানের অংশ বলে তিনি জানান।

