মঙ্গলবার সন্ধ্যা রাতে যশোর শহরের পালবাড়ি বিহারী ক্যাম্পের পাশে দুই যাত্রীবেশি ছিনতাইকারী রিক্সা চালক নিজাম উদ্দিনকে কুপিয়ে রিক্সা ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয়রা আহত নিজামকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করে।
নিজাম উদ্দিন, যশোর সদরের বাহাদুরপুর গ্রামের আলী বক্সের ছেলে, পেশায় রিক্সা চালক। তিনি জানান, তার অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য টাকা জোগাতে রিক্সা চালাচ্ছিলেন।
সন্ধ্যা ৭ টার দিকে পালবাড়ি মোড় থেকে দুই যুবক রিকশায় উঠে বিহারী ক্যাম্পের দিকে যেতে বলে। কাছাকাছি পৌঁছালে তারা হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে নিজামের মাথায় কোপ দেয়। আহত হয়ে নিজাম রিকশা থেকে পড়ে যান। এরপর ছিনতাইকারীরা রিক্সা নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, নিজামের পক্ষ থেকে কোনো অভিযোগ পাননি। তবে, হাসপাতাল থেকে খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছেন।

