যশোর সরকারি এমএম কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন অধ্যাপক মাহাবুবুল হক খান। বৃহস্পতিবার (২০২৪ সালের ৫ই জুলাই) অধ্যক্ষ পদে যোগদান করার পর কলেজের শিক্ষকরা তাকে আন্তরিক শুভেচ্ছা জানান।
মঙ্গলবার (৩রা জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে অধ্যাপক মাহাবুবুল হক খানকে যশোর সরকারি এমএম কলেজের অধ্যক্ষ পদে বদলি করা হয়।
মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সরকারি কলেজ শাখার উপসচিব সাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।
অধ্যাপক মাহাবুবুল হক খান একজন অভিজ্ঞ শিক্ষক ও প্রশাসক। তিনি সর্বশেষ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
জাগো/আরএইচএম

