ঈদুল আজহা উপলক্ষে বন্ধ থাকার পর আজ রবিবার (২৩ জুন) থেকে কলকাতা-খুলনা রুটে যাত্রীবাহী ট্রেন ‘বন্ধন এক্সপ্রেস’ চালু হয়েছে।
গত রবিবার (১৬ জুন) এবং বৃহস্পতিবার (২০ জুন) ঈদের ছুটির কারণে ট্রেনটি বন্ধ ছিল। রেললাইন ও কর্মীদের উপর চাপ কমানো এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য দুই দেশের রেলওয়ে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।
প্রতি বছরই ঈদের সময় এই ট্রেন বন্ধ থাকে।
বেনাপোল রেলওয়ে স্টেশনমাস্টার সাইদুজ্জামান জানিয়েছেন, ভারতীয় ও বাংলাদেশ রেল কর্তৃপক্ষের যৌথ সিদ্ধান্তে ট্রেনটি বন্ধ ছিল।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেছেন, ট্রেন বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে সড়কপথে যাতায়াত স্বাভাবিক ছিল।
বন্ধন এক্সপ্রেস সপ্তাহে দু’বার, রবিবার ও বুধবার চলাচল করে।

