যশোরের চৌগাছা উপজেলার ইন্দ্রপুর পুকুরিয়ায় শনিবার দিবাগত রাতে পুলিশের অভিযানে ৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এসময় মাদক ব্যবসায়ী টিটো (২৮) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় থানার এসআই সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে একটি দল ইন্দ্রপুর পুকুরিয়ায় অভিযান চালায়। অভিযানের সময় পুলিশ ঝোপের মধ্যে লুকিয়ে রাখা ৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চৌগাছা থানায় একটি মামলা হয়েছে। পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী টিটোকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

