আজ ৯ জিলহজ, শনিবার সৌদি পঞ্জিকা অনুযায়ী পবিত্র হজ। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফাতের প্রান্তর। জাবালে রহমতের চূড়া থেকে আরাফাতের ময়দানজুড়ে দণ্ডায়মান বিশ্বের নানা প্রান্ত থেকে আসা প্রায় ১৮ লাখ হাজি।
হাজিদের দিনজের:
- ফজরের নামাজ আদায়ের পর মিনা থেকে আরাফাতের ময়দানে যাবেন।
- সূর্যাস্তের আগ পর্যন্ত আরাফাতে অবস্থান করবেন।
- মসজিদে নামিরায় হজের খুতবা শুনবেন।
- জোহর ও আসরের নামাজ আদায় করবেন।
- মুজদালিফার উদ্দেশে যাত্রা করবেন।
- মুজদালিফায় রাতযাপন করবেন।
- সেখান থেকে শয়তানকে নিক্ষেপের জন্য ছোট ছোট পাথর সংগ্রহ করবেন।
কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
- মসজিদে নামিরায় হজের খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. মাহের বিন হামাদ বিন মুয়াক্বল আল মুয়াইকিলি।
- খুতবা আরবি ভাষায় দেওয়া হবে এবং বাংলাসহ বিশ্বের ২০টি ভাষায় অনুবাদ করে শোনানো হবে।
- আগামীকাল রবিবার ১০ জিলহজ সৌদি আরবে পালিত হবে ঈদুল আজহা।
- হজ সাহেবানরা ফজরের নামাজ শেষে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরে আসবেন।
- এরপর রামি আল জামারাহ আল আকাবাহ বা বড় শয়তানকে পাথর নিক্ষেপ করবেন।
- পশু কোরবানি হয়ে গেলে পুরুষরা মাথা মুণ্ডন করে মক্কা নগরীতে ফিরে পবিত্র কাবা তাওয়াফ করবেন।
- এরপর আবার মিনায় ফিরে ১২ জিলহজ পর্যন্ত রামি আল জামারাহ ছোট শয়তানদের পাথর মেরে হজের মূল কার্যক্রম শেষ করবেন।
- সৌদি মুয়াল্লিমরা ১০, ১১ ও ১২ জিলহজের তিন দিনের মধ্যে যে-কোনো দিন তাওয়াফ আল ইফাদা সম্পন্ন করার ব্যবস্থা করে থাকেন।

