নগরীর হালিশহর থানা এলাকার একটি গুদাম থেকে আবু মোতালেব নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ জুন) বিকাল ৩টার দিকে ৩ নম্বর সড়কের একটি আবাসিক এলাকার ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মোতালেব কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে হালিশহর জাহানারা ম্যানশনে বসবাস করতেন।
পুলিশের বর্তমানে ধারণা করা হচ্ছে, মোতালেবের মৃত্যু অপরাধিকারীদের হাতে হতে পারে। তবে, মৃত্যুর সঠিক কারণ এখনও অজানা।
মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে বলে আশা করছে পুলিশ।
এ ঘটনায় হালিশহর থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। পুলিশ দ্রুততম সময়ে রহস্য উন্মোচন ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

