যশোরের চৌগাছায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে রহস্যময়ভাবে অসুস্থ হয়ে একজন সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে ।
নিহতের নাম শামসুল হক, বয়স ৫৫ বছর। ঝিনাইদহের মহেশপুর উপজেলার মকজধরপুর গ্রামের মৃত মনসুর আলীর ছেলে ছিলেন তিনি।
পরিবারের দাবি, গতকাল বিকেলে সবজি বিক্রি শেষে যশোর থেকে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন শামসুল হক।
চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানিয়েছেন, শামসুল হক যশোর পালবাড়ি মোড় থেকে লোকাল বাসে করে চৌগাছা ফিরছিলেন। পুড়াপাড়া বাসস্ট্যান্ডে নামার পর তাকে অসুস্থ অবস্থায় দেখে হেলপার উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে মারা যান তিনি।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে।
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন থানার ওসি।
জাগো/আরএইচএম

