ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পুনরুত্থান ঘটলো সুলতান মাহমুদ বিপুলের। এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেকর্ড গড়লেন বাশিনুর নাহার ঝুমুর।
নির্বাচনে সুলতান মাহমুদ বিপুল টিউবওয়েল প্রতীকে পেয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ৮৩ হাজার ২১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল খান তালা পেয়েছেন ৪৫ হাজার ২৫৩ ভোট।
এদিকে, যশোর সদর উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে বিজয় অর্জন করেছেন। এবারই প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। রেকর্ড এক লাখ ১৩ হাজার ৫২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ঝুমুর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জোৎস্না আমার মিলি কলস প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ১৫ ভোট আর শিল্পী খাতুন হাঁস প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ১৫৮ ভোট।
প্রসঙ্গত, বাশিনুর নাহার ঝুমুরই একমাত্র প্রার্থী, যিনি এই নির্বাচনে এক লাখ ভোটের রেকর্ড স্পর্শ করলেন।
জাগো/আরএইচএম

