সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় আজ সকাল ৮টা থেকে শুরু হওয়া উপজেলা নির্বাচন চলছে। বন্যার পানিতে ডুবে যাওয়া এলাকায় হাজারো মানুষ নৌকা ভেসে ভোট দিতে আসছেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ভোটার উপস্থিতি এখন পর্যন্ত কম। তবে নারী ভোটারদের সংখ্যা পুরুষ ভোটারদের চেয়ে বেশি।
বন্যার কারণে জকিগঞ্জের ৫টি এবং কানাইঘাটের ৪টি ভোটকেন্দ্র স্থানান্তর করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় মোট ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে জকিগঞ্জে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী রয়েছেন। কানাইঘাটে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বন্যার কারণে ভোটগ্রহণ নিয়ে শঙ্কা ছিল। ভোটার উপস্থিতিও কম হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। তবে নৌকা ভেসে এসে অনেকেই ভোট দিচ্ছেন।
এই নির্বাচনে কতজন ভোটার ভোট দিতে পারবেন তা নিশ্চিত করে বলা মুশকিল।
আশা করা হচ্ছে, দিন শেষে ভোটার উপস্থিতির হার বাড়বে।
জাগো/আরএইচএম

