যশোর জংশন থেকে ঢাকার জন্য সরাসরি ট্রেন চালুর দাবিতে জনউদ্যোগ যশোর সংবাদ সম্মেলন করেছে।
তাদের চার দফা দাবি হল:
• বেনাপোল-যশোর-ঢাকা রুটে ২ টি ট্রেন চালু
• দর্শনা-যশোর-ঢাকা রুটে ২ টি ট্রেন চালু
• খুলনা থেকে যমুনা সেতু হয়ে ঢাকা রুটের ট্রেন বহাল রাখা
• যশোর থেকে ঢাকা প্রতিদিন অফিস যাতায়াতের উপযোগী ট্রেন সময়সূচি
ট্রেনে সাধারণ বগি, মালবাহী বগি এবং টিকিট প্রাপ্তির সহজ ব্যবস্থা চাওয়া হচ্ছে। বয়স্ক নাগরিকদের জন্য বিশেষ ব্যবস্থা
যশোর শহরের স্টেশন থেকে সবচেয়ে বেশি যাত্রী থাকলেও নতুন ট্রেন নেই। চিত্রা ও সুন্দরবন এক্সপ্রেস পদ্মবিলা হয়ে ঢাকা যাবে, যা যশোরবাসীর জন্য অসুবিধাজনক। যশোর-খুলনা কর্মক্ষেত্রে যাতায়াতের জন্য কমিউটার ট্রেনের দাবি।
বর্তমানে যশোর স্টেশন থেকে ঢাকাগামী ৪টি ট্রেনে মাত্র ২৮৩ টি সিট বরাদ্দ আছে। প্রতিদিন ৬০০ থেকে ৭০০ যাত্রী যশোর স্টেশন থেকে ঢাকা যায়। যশোর স্টেশন থেকে রেলওয়ে কর্তৃপক্ষ প্রতিদিন প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা আয় করে।
জনউদ্যোগ যশোর তাদের দাবি আদায়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবে।
জাগো/আরএইচএম

