ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) সিহাবুল ইসলাম শেখ আজম নামের একজন পুলিশ কর্মকর্তাকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন। আসামিকে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানা পরিশোধে ব্যর্থতায় তাকে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
শেখ আজম নড়াইল জেলার লোহাগড়া উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি সিলেট জেলায় কর্মরত ছিলেন (বরখাস্ত)। ২০১৭ সালের ২৬ ডিসেম্বর মধুখালী রেলগেট এলাকায় মাদক বহনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৮৩ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
মামলার আরেক আসামি মোটরসাইকেল চালক নুর আলমকে খালাস দেওয়া হয়।
মামলা সূত্রে জানা গেছে, শেখ আজম ও নুর আলম বন্ধু ছিলেন এবং মাদকের ব্যবসায় জড়িত ছিলেন। ঘটনার দিন তারা মোটরসাইকেলে করে ফেনসিডিল বহন করছিলেন। মোটরসাইকেল একটি পথচারীকে ধাক্কা দিলে স্থানীয়রা তাদের আটক করে। পুলিশ তল্লাশি চালিয়ে মোটরসাইকেল থেকে ফেনসিডিল উদ্ধার করে। মধুখালী থানায় মাদক মামলা হয়। দীর্ঘ তদন্তের পর আদালত শেখ আজমকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয়।
জাগো/আরএইচএম

