নড়াইলের কালিয়া পৌরসভার সিতারামপুর থেকে দেশীয় তৈরি একটি ওয়ান স্যুটারগানসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
জেলার কালিয়া পৌরসভার সিতারামপুর এলাকায় দেশীয় তৈরি একটি ওয়ান স্যুটারগানসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা:
মো: ইকবাল হোসেন মেলেকদার (৩৭), খুলনা জেলার তেরখাদা উপজেলার কাটেংগা গ্রামের
মো: ওবাইদুল্লাহ ফকির (৩৮), খুলনা জেলার তেরখাদা উপজেলার ইখড়ী গ্রামের
মো: জাকারিয়া হুসাইন (৩৩), নড়াইল জেলার কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের
পুলিশের কাছে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। তাদের একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
শনিবার দুপুরে পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে মোটরসাইকেলে করে তিন ব্যক্তি অবৈধ অস্ত্র নিয়ে আসছে। তাদেরকে আটকের পর জিজ্ঞাসাবাদে তারা জানায় যে তারা ওই অস্ত্র দিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে চেয়েছিল।
পুলিশ সুপার আরও বলেন, এই ঘটনার মাধ্যমে এলাকায় অস্ত্রবিহীন পরিবেশ রক্ষায় পুলিশের দৃঢ় প্রতিশ্রুতি পুনরায় প্রমাণিত হয়েছে। তিনি স্থানীয় জনগণকে সন্দেহজনক কোন তথ্য থাকলে পুলিশকে জানাতে অনুরোধ জানিয়েছেন।
জাগো/আরএইচএম

