বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে সরকার জ্বালানি তেলের দাম আবারো বৃদ্ধি করেছে। নতুন দাম আগামী ১ জুন থেকে কার্যকর হবে।
কত বাড়লো দাম?
ডিজেল ও কেরোসিন: প্রতি লিটারে ০.৭৫ টাকা বৃদ্ধি, নতুন দাম ১০৭.৭৫ টাকা
পেট্রল: প্রতি লিটারে ২.৫০ টাকা বৃদ্ধি, নতুন দাম ১২৭ টাকা
অকটেন: প্রতি লিটারে ২.৫০ টাকা বৃদ্ধি, নতুন দাম ১৩১ টাকা
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কিছুটা কমলেও
মার্কিন ডলারের বিপরীতে টাকার মূল্যহ্রাসের কারণে মূল্য বৃদ্ধি পেয়েছে।
ভারতে:
ডিজেল: লিটার প্রতি ১২৫.৭০ টাকা (বাংলাদেশের চেয়ে ১৭.৯৫ টাকা কম)
পেট্রল: লিটার প্রতি ১৪৩.৯৬ টাকা (বাংলাদেশের চেয়ে ১৬.৯৬ টাকা কম)
জাগো/আরএইচএম

