বৃহস্পতিবার ভোরে যশোর-চুকনগর সড়কের উপজেলার আলতাপোল তেইশ মাইল নামক এলাকায় একটি ট্রাক ও পিকআপের সংঘর্ষে চালকসহ চারজন আহত হয়েছেন।
দুটি ট্রাক খালি গ্যাস সিলিন্ডার বহন করছিল।
আহতদের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, মিজানুর রহমান শেখ (৩৫), পিকআপ চালক, ভাটপাড়া গ্রাম, ঈশ্বরদী উপজেলা, পাবনা
ইমরান হোসেন (২০), পিকআপ হেলপার, রুপপুর গ্রাম, ঈশ্বরদী উপজেলা, পাবনা
আবু আলম (২৭), ট্রাক চালক, শ্যামপুর গ্রাম, কাটাখালী উপজেলা, রাজশাহী
আলমগীর হোসেন (৩০), ট্রাক হেলপার, শ্যামপুর গ্রাম, কাটাখালী উপজেলা, রাজশাহী
দুটি খালি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক ভোররাতে মোংলায় যাওয়ার পথে ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে আবু আলমের ট্রাকটি খালের ভেতর উল্টে পড়ে। পেছন দিক থেকে আসা মিজানুর রহমান শেখের পিকআপ দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। দুটি যানবাহনই খালে পড়ে যায়। এ ঘটনায় চারজন আহত হন।
কেশবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
কেশবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কেশবপুর ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ দুর্ঘটনার তদন্ত করছে।
জাগো/ আরএইচএম

