আজ বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ সালের সকালের তথ্য অনুযায়ী, ভারত থেকে নেমে আসা ঢলের কারণে সিলেটে বন্যার পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
জানা গেছে , গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট উপজেলায় ব্যাপক বন্যা দেখা দিয়েছে।
এই উপজেলাগুলোর নিম্নাঞ্চলের বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে।
সুরমা, কুশিয়ারা ও সারি-গোয়াইন নদীতে পানি বেড়েছে এবং বেশিরভাগ পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে।
সালুটিকর-গোয়াইনঘাট সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। অনেক গ্রামীণ সড়ক ডুবে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে।
এখনও পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
বন্যার কারণে অনেক মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। ব্যাপক ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রশাসন আশ্রয় কেন্দ্র খুলেছে এবং বন্যাকবলিত মানুষদের আশ্রয় দিচ্ছে। উদ্ধার অভিযান চালানো হচ্ছে। সকল উপজেলা নির্বাহী অফিসারদের সার্বক্ষণিক তদারকি করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে আগামী কয়েকদিন আরও বৃষ্টি হতে পারে। ফলে বন্যার পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
জাগো/আরএইচএম

