কলকাতার নিউটাউনের সঞ্জীবা আবাসনের বিইউ ৫৬ ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হলো ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খণ্ডিত মাংস। প্রায় ৪ কেজি ওজনের দেহাংশ ঘাতক জিহাদ হাওলাদার কমোডে ফেলে দিয়েছিল।
মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় ডিবি সূত্র সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
উল্লেখ্য, ভারতে চিকিৎসা করাতে গিয়ে খুন হলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। তার মৃতদেহ বুধবার (২২ মে) সকালে কলকাতার নিউটাউন এলাকা থেকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় দু’জনকে আটক করেছিল পুলিশ। এরআগে গত ৮দিন তিনি রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন।
তিন দিন পর ১৫ মে সকাল সোয়া ১১টায় তিনি শেষ মেসেজ করে জানান, দিল্লি পৌঁছে গেছেন। তার সঙ্গে ভিআইপিরা আছেন। বরাহনগর থানায় ১৮ মে লিখিত মিসিং ডায়েরিতে এসব তথ্য উল্লেখ করেন ভারতে তার বন্ধু গোপাল বিশ্বাস।
এদিকে, নিখোঁজের ৮দিন পর এমপি আনোয়ারুল আজিম আনারের মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ। কলকাতার নিউটাউন এলাকার সঞ্জিভা পার্ডেন থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়।
জাগো/ আরএইচএম

