পূর্বমধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থিত নিম্নচাপটি ক্রমশ উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে।আবহাওয়াবিদদের ধারণা, শনিবারের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে ‘রেমাল’।
রোববার মধ্যরাতের দিকে এটি স্থলভাগে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। আঘাতের সময় এটি প্রবল ঘূর্ণিঝড়ের রূপে থাকবে।
স্থলভাগে আঘাতের সম্ভাব্য স্থান হলো বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ উপকূল এলাকা। আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি হতে পারে। শনিবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। রোববার আট বিভাগের অধিকাংশ জায়গাতেই অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
সূত্র:আবহাওয়া অধিদফতর
জাগো/আরএইচএম

