যশোর: বেনাপোল স্থলবন্দর দিয়ে আজ বৃহস্পতিবার (২৩ মে) থেকে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ সকল কার্যক্রম পুনরায় চালু হয়েছে। যশোরের শার্শা উপজেলা নির্বাচন, ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন এবং বৌদ্ধপূর্ণিমা উপলক্ষে গত ১৮ মে থেকে টানা ৫ দিন বন্ধ ছিল বন্দর।
বৃহস্পতিবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হওয়ায় বন্দরে কর্মচাঞ্চল্য ফিরেছে।
বেনাপোল স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মহসিন মিলন জানান, বন্দর কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন ও ছুটির কারণে গত ১৮ মে থেকে ২২ মে পর্যন্ত বন্দর বন্ধ ছিল। তবে, সীমিত আকারে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত এই সময়ের মধ্যেও চলমান ছিল।
আজ বন্দর পুনরায় চালু হওয়ায় ব্যবসায়ী, শ্রমিক ও চালকদের মধ্যে আনন্দ দেখা গেছে।
জাগো/আরএইচএম

